26-05-2021
23-05-2021
27-12-2020
24-12-2020
22-12-2020
04-12-2020
28-11-2020
20-11-2020
04-11-2020
30-10-2020
01-10-2020
28-09-2020
07-09-2020
01-09-2020
21-08-2020
05-08-2020
29-07-2020
অভিভাবকদের প্রতি
পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ছাত্রীদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে সরকারি নির্দেশিকা অনুসারে (5021/mdm(143) dt 28-07-2020) আগামী 06-08-2020, 07-08-2020, 13-08-2020 তারিখে ছাত্রীপিছু 2 Kg চাল , 1 Kg আলু, 1 কেজি ছোলা একটি সাবান দেওয়া হবে ৷ ছাত্রী পিছু একজন অভিভাবক আসবেন ব্যাগ নিয়ে
বিশেষভাবে বলা হচ্ছে।
1) এক নম্বর কোন ছাত্রী আসবেনা।
3) অভিবাবকদের মাক্স পরে আস বাধ্যতামূলক।
4) ছাত্রী আই কার্ড সাথে আনবেন।
5) 1 মিটার দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াবেন।
6) পরিবারের কারোর অসুস্থ থাকলে বা অন্য দেশ বা অন্য রাজ্য থেকে কেউ আসলে তিনি আসবেন না। কারো বাড়ি যদি containment area থাকে তিনি আসবেন না।
7) কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যদ্রব্য দেওয়া হবে
সময়সূচী |
ক্লাস |
সময় |
06-08-2020 বৃহস্পতিবার |
Class V Class VI |
10:30AM to 12:30PM 12:45AM to 2:30PM |
07-08-2020 শুক্রবার |
Class VII Class VIII |
10:30AM to 1:00PM 12:45AM to 2:30PM |
13-07-2020 বৃহস্পতিবার |
বাকি সমস্ত ছাত্রীদের অভিভাবকদের আসতে পারিনি সময় |
10:30 থেকে 2:30PM. |
নির্দিষ্ট দিনগুলি বাদে অন্য দিনে দেওয়া হবে না এবং Activity Task এর paper গুলো ছাত্রীকে দিয়ে Answer করিয়ে বিদ্যালয় জমা দেবেন।
i) পিতা-মাতা ছাত্রীর Original HS 20 এর Admit Card এবং Registration Certificate নিয়ে আসবেন।
ii) পিতা-মাতা যিনি আসবেন নিজের Photo ID / আধার কার্ড / ভোটার আইডি / প্যান কার্ড বা সমতুল্য সরকারি পরিচয় পত্র নিয়ে আসবেন।
iii) অভিবাবকরা অবশ্যই মাক্স পড়ে আসবেন।
iv) ধৈর্য ধরে গেটের বাইরে দাঁড়াবেন, রেজাল্ট দেওয়া হবে Covid-19 বিধি মেনে।
v) কোন অভিভাবকের সাথে সামনা সামনি কথা বলা হবে না।
vi) online TC দেওয়ার Date পরবর্তীকালে জানানো হবে।
27-07-2020
20-07-2020
অভিভাবকদের প্রতি (মাধ্যমিক পরীক্ষার্থীদের 2020)
আগামী 23-7-2020 তারিখে নিম্নলিখিত তালিকা অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার্থীদের পিতা-মাতা (বৈদ্য অভিভাবক) কে M.P মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে।
Roll No | Time | |
i) Roll No | 704772N-0001 To 0050 | 11AM to 12 Noon |
ii) Roll No | 704772N-0051 To 0100 | 12:10:00 PM- 1:00 PM |
iii) Roll No | 704772N-0101 To 0150 | 1:10PM-2PM |
iv) Roll No | 704772N-0151 To Last | 2:10PM-3PM |
বি.দ্র.
i) পিতা/মাতা ছাত্রী Original মাধ্যমিকের এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আসবেন।
ii) পিতা/মাতা নিজের Photo-ID আনবেন Aadhar card, Voter ID card, Pan card, সরকারি পরিচয় পত্র নিয়ে আসবেন।
iii) অভিভাবকরা অবশ্যই Mask পরে আসবেন।
iv) Slot ধরে রেজাল্ট দেওয়া হবে COVID-19 বিধি মেনে।
v) ধৈর্য ধরে গেটের বাইরে দাঁড়াবেন ।
vi) কোন অভিভাবকদের সাথে সামনাসামনি কথা বলা হবে না।
v) নিজে বা পরিবারের কেউ অসুস্থ (COVID-19) থাকলে আসবেন না।
নিজেদের বিদ্যালয়ের ছাত্রীদের ক্লাস XI এ ভর্তির বিজ্ঞপ্তি 23-7-2019 দেওয়া হবে। 1-8-2020 থেকে 10-8-2020 এর মধ্যে সম্পন্ন প্রক্রিয়া শেষ করা হবে। অন্য বিদ্যালয়ের ছাত্রীদের ভর্তি বিজ্ঞপ্তি 12-08-2020 দেওয়া হবে।
10-07-2020
দ্বাদশ শ্রেণীর অভিভাবকদের জানানো যাচ্ছে যে যারা এখনো সরকারি বই নেয়নি ৷ তারা অবশ্যই আগামী 13-07-2020 সোমবার ছাত্রীরা রেজিস্ট্রেশন কার্ড এনে বইগুলি সংগ্রহ করিবেন এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ছাত্রী পাঁচটি করে খাতা পাবে। যারা গত 04-07-2020 এবং 09-07-2020 বই নিয়ে গেছে, কিন্তু খাতা পায়নি। তারাও রেজিস্ট্রেশন কার্ড এনে খাতাগুলি সংগ্রহ করে নিয়ে যাবেন। (খাতা পড়ে এসেছে তাই) (13-07-2020 বেলা 11 টা)
i) কোন ছাত্রী আসবেন না।
ii) অভিবাবকরা মাক্স পরে আসবেন।
iii)কেউ যদি অসুস্থ থাকেন তারা আসবেন না।
iv) কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে দেওয়া হবে।
নবম ও দশম শ্রেণীর ছাত্রী দের জানানো যাচ্ছে যে তাদের অভিভাবকদের হাতেই Activity Task এর paper দেওয়া হবে আগামী 18-07-2020 বেলা 11 টা থেকে 2টা পর্যন্ত। অভিভাবকরা ছাত্রীদের I-Card
নিয়ে আসবেন। অবশ্যই নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলবে:
i) কোন ছাত্রী আসবেন না।
ii) অভিবাবকরা মাক্স পরে আসবেন।
iii) সামাজিক দূরত্ব বিধি মেনে পেপার দেওয়া হবে
iv)পরিবারের কারোর অসুস্থ থাকলে বা অন্য দেশ বা অন্য রাজ্য থেকে কেউ আসলে তিনি আসবেন না। কারো বাড়ি যদি containment area থাকে তিনি আসবেন না।
v) কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে দেওয়া হবে।
অভিভাবকদের প্রতি
পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ছাত্রীদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে সরকারি নির্দেশিকা অনুসারে (5021/mdm(143) dt 29-06-2020) আগামী 08-07-2020, 09-07-2020, 13-07-2020 তারিখে ছাত্রীপিছু 2 Kg চাল , 2 Kg আলু, 250 গ্রাম মুসুর ডাল এবং 50ml স্যানিটাইজার দেওয়া হবে৷
1) প্রত্যেকে ব্যাগ নিয়ে আসবেন, বিশেষভাবে বলা হচ্ছে।
2) এক নম্বর কোন ছাত্রী আসবেনা।
3) অভিবাবকদের মাক্স পরে আস বাধ্যতামূলক।
4) ছাত্রী আই কার্ড সাথে আনবেন।
5) 1 মিটার দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াবেন।
6) পরিবারের কারোর অসুস্থ থাকলে বা অন্য দেশ বা অন্য রাজ্য থেকে কেউ আসলে তিনি আসবেন না। কারো বাড়ি যদি containment area থাকে তিনি আসবেন না।
7) কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যদ্রব্য দেওয়া হবে
সময়সূচী |
ক্লাস |
সময় |
08-07-2020 বুধবার |
Class V Class VI |
10:30AM to 12:30PM 12:45AM to 2:30PM |
09-07-2020 বৃহস্পতিবার |
Class VII Class VIII |
10:30AM to 1:00PM 12:45AM to 2:30PM |
13-07-2020 সোমবার |
|
বাকি সমস্ত ছাত্রীদের অভিভাবকদের আসতে পারিনি সময় 10:30 থেকে 2:30PM. |
নির্দিষ্ট দিনগুলি বাদে অন্য দিনে দেওয়া হবে না।
দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জানানো যাচ্ছে যে তাদের সরকারি বাংলা ও ইংরেজি বইগুলি বিদ্যালয় থেকে আগামী 8-7-2020, 9-7-2020 দেওয়া হবে সময় সকাল 11 টা থেকে 1টা ৷ উক্ত দিনগুলিতে কেউ না আসতে পারে তবে তাদের 13-7-2020 বেলা 11টা থেকে 1টার মধ্যে দেওয়া হবে৷
i) ছাত্রী / অভিভাবক আসলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে ৷
ii) মাক্স পরা বাধ্যতামূলক ৷
iii) কেউ অসুস্থ থাকলে বা কারোর বাড়ি containment area- তে থাকলে আসবেন না ৷
উক্ত দিন বাদে অন্য দিন গুলিতে দেওয়া হবেনা ৷
স্বাস্থ্যবিধি মেনে বই দেওয়া হবে ৷
Sent Your Information