Language : English | Bengali

হীরক জয়ন্তী বর্ষ পালন
১২-৩-১৫


বিদ্যালয়ের ম্যাগাজিন বিদ্যালয়ের ম্যাগাজিন বিদ্যালয়ের ম্যাগাজিন বিদ্যালয়ের ম্যাগাজিন বিদ্যালয়ের ম্যাগাজিনবিদ্যালয়ের ম্যাগাজিন বিদ্যালয়ের ম্যাগাজিন বিদ্যালয়ের ম্যাগাজিন বিদ্যালয়ের ম্যাগাজিন

অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের পত্রিকা অঙ্কুরের প্রাক হীরক জয়ন্তী বর্ষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছিল বিদ্যালয়ের হীরকজয়ন্তী বর্ষের শুভসূচনা৷ প্রাক্তনী,শিক্ষিকা,ছাত্রী এবং সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তী, প্রচেত গুপ্তর লেখা সমৃদ্ধ ম্যাগাজিনটি বিদ্যালয়ের মুখ হিসেবে বিবেচিত হয়েছে৷
এক বৎসর ব্যাপী উৎসব পালনের প্রথম পর্যায়ে ছিল প্রতিষ্ঠা দিবস পালন,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী উৎসব এবং স্কুল প্লাস সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত স্কুল কার্নিভালে স্কুল চত্বরে সেজে উঠেছিল বেলুনে,রঙিন, পতাকায়,মজাদার কার্টুনের চরিত্রে৷ছাত্রীরা মজার মজার গেম খেলার সাথে ক্যুইজ শো, ম্যাজিক শো এ অংশগ্রহণ করে যেমন অনেক পুরস্কার পেয়েছে, তেমনি শিক্ষিকারাও মেতে উঠেছিলেন নানা খেলায়৷ ফলত ছাত্রীদের মজা বেড়ে উঠেছিলো কয়েক গুণ৷
পুরস্কার বিতরণী উৎসবে প্রধান অতিথির আসন অলংকৃত করলেন Saha Institute of Nuclear Physics এর সিনিয়ার প্রফেসর বিজ্ঞানী পলাশ বরণ পাল৷ ছাত্রীদের তিনি নিজের ভালবাসার বিষয় নিয়ে ,নিজের অনুসন্ধিৎসু মনটিকে সদা জাগ্রত রেখে ভবিষ্যতের পথে এগিয়ে চলার পরামর্শ দেন৷
ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় বিদ্যালেয়র ক্রীড়া শিক্ষক ও শিক্ষিকাদের এবং বানীপুর ফিজিক্যাল এডুকেশন কলেজের প্রশিক্ষণরত ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা ‘আমি সেই মেয়ে’ এবং বিভিন্ন প্রদেশের লোকনৃত্যর উপর একটি আলেখ্য পরিবেশন করে৷মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে দর্শকরাও অভিভূত হয়ে পড়েন৷প্রাক্তনীরাও উচ্চমানের নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন৷
প্রথম পর্যায়ের সমাপ্তি হয় এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে৷ ঝলমলে পোশাকে, ব্যানারে, প্ল্যাকার্ডে, গানের সুরে, আবৃত্তির মূর্ছনায়,ব্যান্ডের তালে তালে , চলমান শকট থেকে ছাত্রীদের হাতের ছড়ানো ফুলে পদযাত্রার পথ হয়ে উঠেছিলো কুসুমাস্তীর্ন৷
অশোকনগরের বিধায়ক ধীমান রায় ,অশোকনগর কল্যানগড় পৌরসভার উপপৌরপ্রধান প্রবোধ সরকার ,বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ ,প্রধান শিক্ষিকা নিবেদিতা নাগ ,শিক্ষিকা-শিক্ষাকর্মীবৃন্দ ,ছাত্রী,প্রাক্তনী,অভিভাবক-অভিভাবিকা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে সমস্ত অনুষ্ঠানগুলিই হয়ে উঠেছিল প্রাণবন্ত৷

নিবেদিতা নাগ –প্রধান শিক্ষিকা